নোটিশঃ
২০২৬ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শাখায় ভর্তি চলছে। ফরম বিতরণঃ নভেম্বর ০১,২০২৬ তারিখ থেকে। যোগাযোগঃ বিদ্যালয় অফিস কক্ষ সকাল ০৮ থেকে দুপুর ০২ ঘটিকা। মোবাইল নম্বর - 01309108012. || নোটিশ: দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষা ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে আরম্ভ হবে ইনশাহআল্লাহ। || রেজিস্ট্রেশন নোটিশ: ২০২৫ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৩০ আগষ্ট ২০২৫ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। || ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন: ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৩০ আগষ্ট ২০২৫ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য বিশেষ ভাবে বলা হলো। ||
  • ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা
    ১. ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি করা হয়।
    ২. জুনিয়র জামায়াত সমূহে পূর্ববর্তী ক্লাসের পাঠ্যপুস্তক থেকে লিখিত ও মৌখিক (৫০+৫০) ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হয়।

লিখিত পরীক্ষার বিষয় ও মানবণ্টন
ক. আতফাল ও আউয়াল খ. ছানী থেকে সামেন ও তাসে সাধারণ গ. তাসে বিজ্ঞান
০১. আরবি ১০ ০১. আরবি ১০ ০১. আরবি ১০
০২. বাংলা ১০ ০২. বাংলা ১০ ০২. বাংলা ১০
০৩. ইংরেজি ১০ ০৩. ইংরেজি ১০ ০৩. ইংরেজি ১০
০৪. গণিত ১০ ০৪. গণিত ১০ ০৪. গণিত ১০
    ০৫. সাধারণ জ্ঞান ১০ ০৫. সাধারণ জ্ঞান ১০
মোট ৪০ মোট ৫০ মোট ৫০

    ৩. পাশের নম্বর শতকরা ৪০। প্রতিটি বিষয়ে আলাদা পাশ করতে হবে।
    ৪. আলিম: মৌখিক (সর্বাত্মক)